শুনতে পাই
- উজ্জ্বল সরকার ১৭-০৫-২০২৪

শুনতে পাই,
তারা বলে দারিদ্র ক্ষুধায়
ভালবাসা পিছনের দরজা দিয়ে পালায়
তারা ভুল বলে, কেন বলে?

তারা আদুল পায়ের ধূলোমাখা ভালবাসা
দেখেনি তাই। তারা যা দেখেনি
আমাদের কেউ কেউ তা দেখেছি!

চোখে অব্যক্ত হিংসায় দেখেছি
আদুল পায়ে, জটা চুলে,
খোলা আকাশের নিচে, মায়ের বুকে
সন্তানের হাসি।।
সে হাসিতে বুক জ্বলে গেছে, মুছে গেছে কোলাহল
হাজার বছরের পথ ধরে , আবার এসেছে ফিরে
এ সে হাসি, সেই ভালবাসা, সেই মমতা
ভাবছিলাম, কেন এত ভালবাসা? কোথায় তারার পায়??

শুনতে পাই,
তারা বলে ক্ষুধা মানুষকে
পশুতে পরিনত করে
তারা ভুল বলে, কেন বলে?

তারা কখনো বাসি পচা ভাতের
ভালবাসা দেখেনি। সন্তানের মুখভর্তি উপচে
পড়া টাটকা ভাতের বদলে
পচা বাসি, গন্ধযুক্ত, অর্ধগলিত ভাতের
লকমা হাসি মুখে গিলতে কোন মাকে তারা
দেখেনি, তারা কিভাবে বলবে?
তারা ভুল বলে, তারা ভুল বলে।
কেন বলে?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobisabujahmed
০৬-০২-২০১৫ ০০:০৪ মিঃ

darun 2